নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় শাবনাজ (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ই মার্চ) সাড়ে ৫ টায় দিকে কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাবনাজ ওই এলাকার হাদিস মিয়ার স্ত্রী। নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি- শাবনাজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
অপরদিকে, নিহতের মা-ভাই-বোনের দাবি- শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। তারা পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছেন।
ঘটনায় বাড়িতে মৃতদেহ রেখে পালিয়েছেন গৃহবধূর স্বামী ও শশুর বাড়ির লোকজন পালিয়ে। নিহত গৃহবধূর পিতার বাড়ি পৌরসভার দক্ষিণ দাসিমাঝিপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক মনোমালিন্যো বিচার সালিশ চলে আসছে তার মধ্যে এঘটনায় রহস্যজনক মৃত্যু নিয়ে মেয়ের পরিবারের লোকজনের স্বামীর বিরোধে অভিযোগের শেষ নেই।
ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী, শাশুড়ি ও ননদ পলাতক রয়েছে। তার এক বছরের একটি ছেলে রয়েছে। একে কেন্দ্র করে হত্যার মত ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। শনিবার রাতে ঘটনাস্থল থেকে গৃহবধূ শাবনাজ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।