নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশন ভূমি আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দিদার আলম’সহ বিভিন্ন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন।
বক্তব্যে শুরুতেই উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, শিক্ষার্থীদের টাইফয়েড টিকা গ্রহন করতে উদ্বদ্ধ করা, উপজেলার বাজারগুলোর রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক বিরোধী অভিযান, উপজেলা সদরে যানজট দুরিকরণ ও অবৈধভাবে বালু উত্তলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া উপজেলার সার্বিক আইন পরিস্থতি নিয়েও আলোচনা করা হয়।