সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবরস্থান থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত তরুণীর অর্ধগলিত মরদেহ’র পরিচয় মিলেনি দু’দিনেও।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউপি’র ঘিলাছড়া গ্রামের সামাজিক কবরস্থানের বাউন্ডারি দেয়ালের ভিতরে লতাপাতা দিয়ে ঢাকা অর্ধগলিত অজ্ঞাত (৩০) এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মরদেহটি দেখে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়,কিশোরীর পড়নে লাল রংয়ের সেলোয়ার এবং গোলাপী ও সাদা রং মিশ্রিত জামা, মাথা, কপাল, মুখমন্ডল, ঠোট, গলা, কান বিকৃত ও পচন ধরা। দুই হাতের মাঝে ডান হাত পচন ধরা শুধু হাড় দেখা যায় এবং বাম হাত ফোলা ও আংশিক পচন ধরা। পা দুইটি সাদা ফ্যাকাশে বর্ন। বুকের ডান পাশে পচা ও গলিত যাহাতে ছোট ছোট পোকা পরিলক্ষিত হয়। মাথা ও মুখমন্ডলে পোকা পরিলক্ষিত হয়। শরীরের অন্যান্য স্থানে আংশিক পচন ও ফোলা পরিলক্ষিত হয়। এমন অবস্থায় লাশ উদ্ধার করার পর পরিচয় সনাক্ত না হওয়ায় কিশোরীর লাশ খিদমাতুল মাজেদ বিন নুরুল, নামীয় একটি প্রতিষ্টান এর মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, কবরস্থানে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্ত করে পুরো ঘটনা জানার চেষ্টা চলছে।



