Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

কুবিতে হাল্ট প্রাইজের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 

ফেব্রুয়ারি ২৮, ২০২৫

কুবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নোবেল পুরস্কারখ্যাত আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অন-ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম ডাল-ভাত’। এছাড়া দ্বিতীয় ‘টিম ভিসনারি মার্কেটার্স’ এবং তৃতীয় হয়েছে ‘টিম এরোরা’।

জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় সংগঠন ‘হাল্ট প্রাইজ’ এর আয়োজনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় অনুষদের অডিটোরিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

হাল্ট প্রাইজ, কুবি’র আয়োজকদের দেওয়া তথ্যমতে, গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া রেজিস্ট্রেশন পর্বে ১২৭টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ ধাপ পার হয়ে, যাচাই-বাছাইয়ের পর সাতটি দল ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে অংশ নেওয়া দলগুলো হলো—টিম ভিশনারি, ভিশনারি মার্কেটার্স, টিম এরোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডাল-ভাত ও টিম শতরঞ্জি।

গ্র্যান্ড ফিনালে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএলের কর্পোরেট ব্রান্ডের ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো. আরাফাত হোসেন, অ্যাবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন ও লার্নিং মেটের চিফ এক্সিকিউটিভ অফিসার রাসেল-এ-কাওসার। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডিরেক্টর মোজাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই টিমগুলো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আসছে এবং তারা ভালো করতেছে। ন্যাশনাল এর পরে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি পাঠানোর সুযোগ পাই তাহলে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা অর্জন হবে।

আমাদের মেইন মোটিভ হচ্ছে আমরা তিনটা টিমকে ন্যাশনালি কম্পিট করার জন্য পাঠাবো, যেখানে তারা আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে’।

‘হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ড-২০২৪-২৫’ এর অ্যাসোসিয়েট ও বেভারেজ পার্টনার হিসেবে থাকছে ‘প্রাণ আরএফএল। গিফট পার্টনার হিসেবে থাকছে ‘গোদরেজ’, অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ‘স্টাডি অ্যাবরোড’, নলেজ পার্টনার হিসেবে ‘আইএলএস এক্সিলেন্স’,  ইন্সপায়ারেশন পার্টনার হিসেবে ‘প্রগতি বই ঘর’। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি অনলাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দেশ টিভি।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ২০২০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ আন্তর্জাতিক ব্যাবসায় সংগঠনের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *