Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জকসু’র চূড়ান্ত ফলাফল ঘোষণা : শীর্ষ তিন পদেই শিবিরের প্রার্থী 

জকসু’র চূড়ান্ত ফলাফল ঘোষণা : শীর্ষ তিন পদেই শিবিরের প্রার্থী 

জানুয়ারি ৮, ২০২৬

জকসু'র চূড়ান্ত ফলাফল ঘোষণা : শীর্ষ তিন পদেই শিবিরের প্রার্থী।

জকসু'র চূড়ান্ত ফলাফল ঘোষণা : শীর্ষ তিন পদেই শিবিরের প্রার্থী।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। যাদের প্রত্যেকে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী।

৮ জানুয়ারি ( বৃহাস্পতিবার) প্রথম প্রহরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোস্তফা হাসান ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি, জিএস এবং এজিএস সহ সর্বমোট বেশ কয়েকটি সম্পাদকীয় পদে জয়ী জয় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

সর্বমোট ৩৮ টা বিভাগীয় ও এক মাত্র ছাত্রী হল নিয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সাতজন কার্যনির্বাহী সদস্যসহ ২১ পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র সবমিলিয়ে লড়ায় করে ১৫৭ প্রার্থী এবং হল সংসদে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে।

যেখানে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে মো.রিয়াজুল ইসলাম পান ৫৫৫৮ ভোট। অন্যদিকে একই পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে একেএম রাকিব- পান ৪৬৮৮ ভোট। শিবির সমর্থিত প্যানেল থেকে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটে জয়ী হন।

অন্যদিকে সাধারণ সম্পাদক( জিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে আব্দুল আলিম আরিফ পন সর্বমোট ৫৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে খাদিজাতুল কুবরা পান সর্বমোট ১৯৭৩ ভোট। সর্বমোট ৩৪৯৭ ভোটে জয়ী আরিফ জিএস পদে নির্বাচিত হন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে মাসুদ রানা পান সর্বমোট ৫০১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে বি এম আতিকুর রহমান তানজিল- ৪০৭৫ ভোট পান। এজিএস পদে ৯৪৩ পদে জয়ী হন শিবির সমর্থিত মাসুদ রানা।

এ ছাড়াও সম্পাদকীয় পদ গুলোর মধ্যে ১১ পদের ৮ পেয়ে জয় হয় শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীর। যার মধ্যে ক্রীড়া সম্পাদকে মোহাম্মদ জরজিস আনোয়ার নাইম ৩৯৬৩ ভোট, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ৩৪৮৬ ভোট,আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক পদে নওসিন আরা জয়া ৪১০৫ ভোট, আইন ও মানবাধিকার বিষায়ক পদে হাবিব মোহাম্মদ ফারুক ৪৬৫৪ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সুখিমন খাতুন ৪৪৮৬ ভোট, শিক্ষা ও গবেষণা পদে ইবরাহিম খলিল ৫৫২৪ ভোট, মুক্তিযুদ্ধ ও গণতন্র সম্পাদক পদে মো.নরু নবী ৫৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়াও সম্পাদকীয় বাকি তিন পদে জয়া হন ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে মো মাহিদ হোসেন ৪০২৩ ভোট, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মো. তাকরিম আহমেদ ৫৩৮৫ ভোট, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক পদে রিয়াসাল রাকিব ৪৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।অন্যদিকে সাতটি কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে সদস্য পদে ১নং সদস্য ফাতেমা আক্তার ৩৮৫১ভোট, ২নং সদস্য মো আকিব হাসান ৩৫৮৮ ভোট, ৬ নং সদস্য মো আব্দুল্লাহ আল ফারুক ২৯, এ ছাড়াও বাকি চারজন ৩নং সদস শান্তা আক্তার ৩৫৫৪ ভোট, ৪ নং সদস্য মো সাদমান সাম্য ৩৩০৭ ভোট, ৫ নং সদস্য মো জাহিদ হাসান ৩১২৪ ভোট এলবং ৭ নং সদস্য ইমরান হাসান ইমন ২৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও হল সংসে সহ-সভাপতি জান্নাতুল উম্মে তারিন ৫৫০ ভোট,সাধারণ সম্পাদক সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট, সহ-সাধারণ সম্পাদক রেদোয়ানা খাওলা ৫৪৫ ভোট, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার ৪৮৩ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা ৪৩১ ভোট, পাঠাগার সম্পাদক ফাতেমাতুজ জোহরা সামিয়া ৫৩৯ ভোট, ক্রীড়া সম্পাদক ছাবিকুন নাহার ৬৩৫ ভোট, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার ৪০৮ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা.খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য সাবরিনা আক্তার,নওশিন বিনতে আলম,মোছা.সাইমা খাতুন,লসকর রুবাইয়া জাহান,খাদিজা আক্তার দিয়া,রাফিয়া পারভীন কণা,শাকিলা ইয়াসমিন তৃপ্তী ও ছিদ্রাতুল মুনতাহা তাওহিদা নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *