Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

বিশ্বনাথে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

জুলাই ৩০, ২০২৫

বিশ্বনাথে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

বিশ্বনাথে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

সিলেটে’র বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল মিয়া (১৪) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। এ ছাড়াও এ মামলায় আরও ১৭ আসামির দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলায় মোট ৩২ আসামির মধ্যে একজন পলাতক রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন :নজরুল ইসলাম, সদরুলমিয়া, সিরাজ, সাইফুল, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার।

যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন: আব্দুন নুর’ জয়নাল আবেদিন ইলিয়াছ, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

অতিরিক্ত এডিশনাল পিপি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানাযায় , গত ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতন নগর গ্রামের নজির উদ্দিনের দান ক্ষেতের জমি থেকে জোর পূর্বক মাটি উত্তলনের চেষ্টা করেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজাএবং ১০ম শ্রেণি ছাত্র সুমেল মিয়া।

এর একপর্যা’য়ে কথা কাটাকাটি’র ফলে সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সুমেলের বাবা ইব্রাহিম আলীও গুলিবিদ্ধ হন।

ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে মোট২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রজ্জু করেন । তৎকালীন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে এ মামলার চার্জশিট দেন। মামলায় মোট ২৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *