Shopping cart

ভোলায় জালে উঠে এলো ৩ শিশুর মৃতদেহ।

অক্টোবর ২৯, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বিকেলে উপজেলার সোনার পুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসানব নগর চার নম্বর ওয়ার্ডের ‘প্রবাসী মো. হোসেনে’র ২ মেয়ে ‘মিম আক্তার’ (১২) ও ‘মারজিয়া বেগম’ (৯)। অপর শিশু হাওলাদার বাড়ির প্রবাসী ‘মো. মোর্শেদ মিয়া’র মেয়ে ‘রাফিয়া আক্তার’ (১০)। (মিম, মারজিয়া ও রাফিয়া সম্পর্কে খালা বোনজি)।

শিশুদের পরিবার থেকে জানা গেছে, গেল ৪ দিন আগে মিম এবং মারজিয়া রহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছে। সোমবার আনুমানিক দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দী’র্ঘক্ষণ পরিবারের লোক জন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের জামা কাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ছুঁড়ে মারেন। এরপর একের পর এক জালে শিশু ৩টি ম’রদেহ ভেসে ওঠে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘মো. আবদুল্লাহ আল মামুন’ বলেছেন, শিশু ৩টির ম’র্মান্তিক মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। আপনার (প্রতিবেদকের) কাছ থেকে খবরটি শুনে পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের অস’তর্কতার কারণে এ ম’র্মান্তিক মৃ’ত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *