Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মহেশখালীতে ‘মশার কয়েলের’ আগুনে প্রাণ গেল শিশুর

মার্চ ১৫, ২০২৫

0

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৫ ই মার্চ (শনিবার) দুপুরে দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আরফা আক্তার (৭) প্রকাশ মুন্নি। সে ওই এলাকার খোরশেদ আলমের মেয়ে।

পরিবার সূত্রে জানাযায়, শিশুটি ঘুমে থাকা অবস্থায় তার পাশে থাকা মশার কয়েল অসাবধানতায় গায়ের কম্বলের সাথে লেগে গিয়ে আগুন ধরে যায়, এতে শিশুটির ঘটনাস্থলে মৃত্যু হয়।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন আগুনের সূত্রপাতে ওই ঘটনার সঙ্গে নাশকতার কোনো সূত্র আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত দিন

আপনার ইমেল কোনো জায়গায় প্রকাশ করা হবে না