দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) এই উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা, র্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
উপজেলা যুদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলামের পরিচালনা ও উপজেললা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা বাজার উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, আব্দুর রউফ,যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, নুরুল ইসলাম নাহিদ, কৃন্ষ মুহন রায়, সেলিম উদ্দিন রানা, জাকির হুসেন,জামাল উদ্দীন, সেলিম হুসেন সাহিন, মনির হুসেন, সুলতান আহমদ, রশিদ আহমদ, ফখর উদ্দিন, নুর মোহাম্মদ সোহেল, হারুন মিয়া, মজনু মিয়া,মোশাহিদ আলী, বকুল আহমদ,জাহাঙ্গীর আলম ,ইয়াকুব আলী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে থেকে আসা যুবদলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।