Shopping cart

বামনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জানুয়ারি ১, ২০২৫

বামনা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গণঅভ্যূথানের পর নতুন এক পরিবেশে দীর্ঘ দেড় দশক সাংগঠনিক কোনঠাসায় থাকা এ ছাত্র সংগঠনটি বর্ণাঢ্য শোভাযাত্র ও পথসভার মধ্য দিয়ে উপজেলার বিএনপি ও এর অংঙ্গসংগঠনের দলীয় সকল নেতৃবৃন্দের স্বতফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে এ দিনটি উৎযাপন করা হয়।

সকাল ১১ টায় বামনা গোলচত্ত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিজয়ী হিসেবে ছাত্রসমাজসহ দলীয় নেতা-কর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বামনা উপজেলা শাখার আহবায়ক মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার ও সদস্য সচিব মোঃ সজীব হোসেন মুন্না।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বামনার সকল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্ত্বর শহীদ মিনার পাদদেশে পথসভার আয়োজন করে।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত করিব হাওলাদার, বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, বিএনপি, বামনা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য গোলাম কিবরিয়া, আহবায়ক সদস্য সালাউদ্দিন, ডৌয়াতলা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ, উপজেলা যুবদল আহবায়ক খোরশেদ আলম দিপু সিকদার ও যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল, উপজেলা তরুন দলের আহবায়ক ফয়সাল, সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক সুজন মিয়া ও সদস্য সচিব হাফিজুল ইসলাম হাফিজ, বামনা সদর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক জিসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *