নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুথানে শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সুমন সরদারকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত এক চিঠিতে এই ধণ্যবাদ জানানো হয়।
চিঠিতে জানানো হয়, শুভেচ্ছা রইলো। গত ৩ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের কর্মসূচি অত্যন্ত সফল ও স্বার্থকভাবে পালিত হয়েছে। এই সাফল্যের নেপথ্যে আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আপনার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। আপনার আগামীর পথচলা আরো বেশি সাফল্যমন্ডিত হোক।
এ সম্পর্কে সুমন সরদার বলেন, দেশনায়ক তারেক রহমানের অর্পিত দায়িত্ব পালন করতে পেরেছি এটা অনেক বড় পাওয়া। সফলতার জন্য রাজনৈতিক অবিভাবকের কাছে ধন্যবাদ পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। আশাকরি আগামিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরও বড় পরিসরের কোন দায়িত্ব দেওয়া হলেও তা শতভাগ পালন করবো ইনশাআল্লাহ