মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার থেকে আইনন্ধারগাঁও হয়ে ছাতকমুখী সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও ঠিকাদার হঠাৎ উধাও হয়ে যাওয়ায় প্রকল্পটি এখন সম্পূর্ণ স্থবির হয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ঠিকাদার পাইগাঁও অংশে কাজ শুরু করেন। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি সাইট ছেড়ে চলে যান। এরপর থেকে কাজ আর এগোয়নি।
বর্তমানে পুরো রাস্তাজুড়ে বড় বড় গর্ত, কাদা ও ধুলাবালিতে ভরে গেছে। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে মোটরসাইকেল, সিএনজি ও রিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন, ইমার্জেন্সি কোনো রুগিকে গাড়ি দি নিয়ে ডাক্তারে যাওয়া কটোর হয়ে দায়িছে। এমন রাস্তা দিয়া যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে যাওয়া।
রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ছাতক ও সুনামগঞ্জ শহরে যাতায়াত করেন। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাতক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারকে লিখিতভাবে নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করলে চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কাজ বাতিল করে পুনঃটেন্ডারের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি অর্থে গৃহীত প্রকল্পে এমন অবহেলা শুধু অর্থের অপচয় নয়, বরং উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তারা।