স্টাফ রিপোর্টার: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, “আশপাশের অঞ্চলে উত্তেজনা বাড়ছে। আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই, যেন তারা সংযম প্রদর্শন করে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানে এগিয়ে আসে।”
তারেক রহমান আরও বলেন, “অভিন্ন স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলই আমাদের সবার মঙ্গল নিশ্চিত করতে পারে।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।
এই উত্তেজনার মধ্যেই ভারত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায়, যার পাল্টা জবাব দেয় পাকিস্তান। এতে পাকিস্তানে কমপক্ষে ২৬ জন ও ভারতে ১০ জন নিহত হয়। ভারত দাবি করেছে, তারা ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অন্তত ৭০ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।