মাহফুজ কাউসার ছাদি: “গণিত নয় ভয়ের, গণিত হোক আনন্দের” এই স্লোগানকে ধারণ করে সিলেটে ফুলকুঁড়ি আসরের ৫ম ক্ষুদে গণিত উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সিলেট নগরীর আম্বরখানার মুহিবুর রহমান একাডেমিতে আয়োজিত এ উৎসবে আট শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। সংখ্যা, সূত্র আর সমাধানের আনন্দে মুখরিত ছিলো গণিত উৎসবের পুরো সময়, যেখানে শিক্ষার্থীরা প্রতিযোগিতার পাশাপাশি উপভোগ করেছেন শেখার আনন্দ।
উৎসবের উদ্বোধন করেন সিলেট মহানগরী ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা, দৈনিক জালালাবাদের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার শিশুবিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা এবং ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক ও বিশিষ্ট শিশু সংগঠক মু. তৌহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং ফুলকুঁড়ি আসরের সংগঠকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। এতে গণিত অলিম্পিয়াড, ব্লাড গ্রুপিং, আর্ট এক্সিবিশন, প্রকাশনা স্টল, ফটোবুথ এবং ‘এসো ফুলকুঁড়ি জানি’সহ নানা ইভেন্টে অংশ নেয় ক্ষুদে প্রতিযোগীরা। ক্ষুদে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে একাডেমি চত্বর হয়ে ওঠে উৎসবমুখর।
গণিত অলিম্পিয়াডের ফলাফল আগামী নভেম্বর মাসে ঘোষণা করা হবে এবং অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।