সোহেল মিয়া, দোয়ারাবাজার ( সুনামগঞ্জ): আগামীর বাংলাদেশকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার সেক্রেটারি মুমতাজুল হাসান আবেদ।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমবাড়ি বাজার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ইউনিট জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াত নেতা আরও বলেন,বিভক্ত জাতি দেখতে চায় না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। আমরাও দল-মতের ঊর্দ্ধে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দল-মতের ভিন্নতা থাকলেও দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর বহু আগাছা-পরগাছা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
‘সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘৃণ্য পরাজিত গোষ্ঠীর অপতৎপরতা বিষয় সকলকে সচেতন থাকতে হবে।
দোয়ারাবাজার উপজেলার যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্ডের সকল পাড়া-মহল্লায় সংগঠন মজবুত করতে হবে’।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও জামায়াত নেতা আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শাখা সভাপতি ইকরামুল হক মাজেদ।ছাত্রশিবিরের ইউনিট সভাপতি আমিনুর রহমান পরান ও জামায়াতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট শাখার নেতাকর্মী প্রমুখ।