Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • সুনামগঞ্জে সম্পন্ন হলো সর্ববৃহৎ মেধাবৃত্তি পরিক্ষা কিশোরকন্ঠ’র বৃত্তি প্রদান ২০২৫

সুনামগঞ্জে সম্পন্ন হলো সর্ববৃহৎ মেধাবৃত্তি পরিক্ষা কিশোরকন্ঠ’র বৃত্তি প্রদান ২০২৫

ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সর্বাধিক প্রচারিত শিশু কিশোরদের জাতীয় মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রদান ২০২৫ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা শহরে শিল্পকলা একাডেমিতে এই আয়োজন অনুষ্ঠানের আয়োজন হয়।

অনুষ্ঠানে কিশোরকন্ঠ’র সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এর সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় পৃষ্টপোষক মাসিক নতুন কিশোরকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ডা:নাঈম তাজওয়ার।  প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম।

এসময় প্রধান বক্তা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি দেশবাসীর সকলের প্রত্যাশা সবচেয়ে বেশী।

তাদেরকে নিজেদের মেধার সাথে নৈতিকতার অপুর্ব সমন্বয়ের মাধ্যমে জাতির আকাঙ্খিত নেতৃত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন- আমরা একদল দেশপ্রেমিক, সাহসী ও সৎ মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনের সফলতার পাশাপাশি দেশের কাঙ্খিত পরিবর্তনে ভূমিকা রেখে বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন-  পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞানে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা সম্ভব। তবেই মানুষ হিসেবে আমরা সফলতার স্বাদ পাবো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোরকণ্ঠ একটি সৃজনশীল প্রকাশনা। আমি যখন ছাত্র ছিলাম নিয়মিত পাঠক ছিলাম।কিশোরকণ্ঠ শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখে।তিনি শিক্ষার্থীদের মেধাকে বিকশীত করতে তোমাদেরকে প্রতিযোগীতায় নিয়মিত অংশগ্রহন করতে হবে, এজন্য তোমাদেরকে পরিশ্রমপ্রিয় হতে হবে।তিনি কিশোরকন্ঠ পাঠক ফোরাম কে নিয়মিত এই আয়োজন অব্যাহত রাখতে আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ এর সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা তোফায়েল আহমদ খান,মনিরুজ্জামান পিয়াস, শাবিপ্রবির ভাইস চেয়ারম্যান মাসুদ রানা তুহিন,শাবিপ্রবির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে  প্রায় ৭ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে থেকে সর্বমোট ২৬২ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে সেরাদের সেরা ৬ জন ট্যালেন্টপুল গ্রেডে ৭৩ জন, সাধারণ গ্রেডে ৭২ জন এবং বিশেষ গ্রেডে ১১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট,ক্রেস্ট ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক আব্দুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান ত্বোহা, আব্দুল মমিন,ইয়াকুব আলী, রাকাব আহমদ শিশির,সুলতান আহমদ। ফোরামের থানা প্রতিনিধি, সজিব আহমদ ইকরামুল হক মাজেদ,সুমেল আহমদ, ছাইফ আহমদ, আজিজুর রহমান সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।

অনুষ্টানের শেষের দিকে বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেষ্ট,সনদপত্র,বই ও নগদ অর্থ পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *