Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • মব সৃষ্টি করতে আসলে তাকে কঠোর হস্তে দমন করা হবে : সুমন সরদার 

মব সৃষ্টি করতে আসলে তাকে কঠোর হস্তে দমন করা হবে : সুমন সরদার 

জুলাই ২১, ২০২৫

মব সৃষ্টি করতে আসলে তাকে কঠোর হস্তে দমন করা হবে : সুমন সরদার 

মব সৃষ্টি করতে আসলে তাকে কঠোর হস্তে দমন করা হবে : সুমন সরদার 

মুসফিকুর রহমান, জবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং সারাদেশে ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের পুনর্বাসন,মব সৃষ্টির প্রতিবাদে সোমবার ( ২১ জুলাই) দুপুরে সুমন সরদারের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) শাখা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনার এক পর্যায়ে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার বলেন : জনাব তারেক রহমান আমাদের হৃদয়ের স্পন্দন। হৃদয়ে রক্তক্ষরণ হলে কাউকে ছেড়ে কথা বোলবো না । কাকে নিয়ে কথা বলছেন, বলার আগে ভেবে নেওয়া উচিৎ। মব সৃষ্টি করতে আসলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন : এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র,বাংলাদেশের এই প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনা রেজিমের গভীর ষড়যন্ত্রের স্বীকার হয়ে ১/১১ সরকার দ্বারা জিজ্ঞাসাবাদের নামে শত অত্যাচার নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে অবস্থান করেও বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছেন দীর্ঘ প্রায় ১৬ বছর, যার ঘোষণায় এদেশের লক্ষ লক্ষ মানুষ হাসিনার পতনের জন্য জুলাই আগস্ট আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছে, হাসিনাকে বিদায় করেছে,সেই অবিসাংবাদিত নেতা জনাব তারেক রহমানকে নিয়ে ইদানীং কিছু ক্ষমতালোভী মাতাল বাজে মন্তব্য করছে,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,অনতিবিলম্ব এই ধৃষ্টতা যে বা যারা দেখিয়েছেন তাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় এদেশের ছাত্র সমাজ এর কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব তালুকদার, মুবারক হোসেন,ইয়াসির আরাফাত, রায়হান হাসান অপু, আহ্বায়ক সদস্য নাইমুর রহমান,রাহাত, ইমন,সজীব,মাসফিক,নাইমুর,সজীব, রুবায়েত,লাইস,কামরুল,রুবেল সহ প্রায় দুই শতাধিক শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *