Shopping cart

দোয়ারাবাজারে বাড়ির আঙ্গিনায় যুবকের আত্মহ’ত্যা!

সেপ্টেম্বর ১৬, ২০২৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির আঙ্গিনায় হতে সোহাগ আহমদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে
এ ঘটনা ঘটে। সোহাগ আহমদ ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আব্দুল ওয়াহিদ’র পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ আহমদ জীবিকার তাগিদে রাতের আধারে বিভিন্ন কর্মে ব্যস্থ থাকেন। এতে রবিবার রাতে সে বাড়ির বাহিরে ছিলো। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে সোহাগের স্ত্রী ঘুম থেকে উঠে বসত ঘরের বাহিরে আসলে আঙ্গিনায় স্বামী সোহাগ আহমদকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো ঘটানটি পুলিশকে জানায়।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল হতে ঝুলন্ত অবস্থায় লাঁশ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *