পেজার ও ওয়াকিটকি হাম’লাকে সন্ত্রা’সী কর্মকাণ্ড উল্লেখ করে লেবাননের সশ’স্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান ‘হাসান নাসরুল্লাহ’ বলেছেন, ইসরায়েলের এমন কর্মকাণ্ড লেবাননের জনগণের বিরুদ্ধ যু’দ্ধ ঘোষণার সামিল এবং সর্বভৌমত্বের লঙ্ঘন। খবর ‘আল জাজিরা’ (Al Jazeera News)
ইসরায়েলি হামলার পর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৪) টি ভি তে ভাষণ দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ‘হাসান নাসরুল্লাহ’। হিজবুল্লাহর প্রধান নেতা দাবি করেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে এবং তারা একসঙ্গে ৫ হাজার মানুষকে হ’ত্যা করতে চেয়েছিল। যা গণহ’ত্যার সামিল। ‘নাসরুল্লাহ’ বলেছেন, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর, ২০২৪) ইসরায়েল পেজারে বি’স্ফোরণ ঘটিয়ে ১ মিনিটে ৪ হাজার মানুষকে হ’ত্যা করতে চেয়েছিল। যার মধ্যে অনেক বেসামরিক মানুষ ছিলেন। এর পরের দিন বুধবার ২ মিনিটে আরও ১ হাজার। ইসরায়েল ৫ হাজার মানুষকে হ’ত্যার পরিকল্পনা করেছিল।
‘হাসান নাসরুল্লাহ’ দাবি করেছেন, এই হামলার মাধ্যমে আমাদের দুর্বল করে দিতে চেয়েছিল ইসরায়েল। তারা চেয়েছিল নেতৃত্বে ধস ঘটাতে। কিন্তু এতে তারা সফল হয়নি। কারণ যেসব পেজারে বি’স্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর কমান্ডাররা ব্যবহার করেন না। ‘নাসরুল্লাহ’ আরও বলেছেন, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলিরা ব’র্বরতা বন্ধ না করবে ততদিন তারা তাদের হা’মলা অব্যাহত রাখবেন।