Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৫

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর: সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর শাহ আম্রকাননে গত শুক্রবার ২৭ জুন দিনব্যাপী আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে অতিথি বক্তব্য রাখেন কালচারাল একাডেমির পরিচালক এমদাদুল হক,সোশাল ইসলামি ব্যাংক এর মাজহারুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ডিজিএম আরিফুল ইসলাম শব্দপ্রেমি সাহিত্য সংসদ এর সভাপতি আব্দুল হাদী, হারাগাছ সাহিত্য পরিষদ এর সভাপতি এম এ শোহেব দুলাল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ফজলে ফিরোজ, শাহ আম্রকানন এর প্রতিষ্ঠাতা কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাপু্ল শাহ,বিশিষ এবং বিশিষ্ট সমাজসেবক তুহিন শাহ প্রমুখ।

স্বরচিত কবিতা ছড়া গল্প বলায় অংশগ্রহণ করেন আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী,এম এম জাকারিয়া, ফিরোজ কবির, আব্দুল হাদী, আহসানুল হাবিব মন্ডল, ইমদাদুল হক খান, হুসবান হাবিব লুব্ধক, খায়রুল আলম, নবীউল ইসলাম, আক্তারুজ্জামান সুলতান, হাফিজ রেদওয়ান, এসএম শোয়েব দুলাল, এসএম ইতি,দীপ শিখা, মুঈদ উল ইসলাম, নুশরাত উপমা, খেয়ালি মোস্তফা, জেসমিন আক্তার, সুফি জাহিদ হোসেন, রিয়াজুল হক সাগর, সুরাইয়া,আবুল কালাম আজাদ, মুসাফা আক্তার বাণু,আহসান হাবিব রবু,নাজিরা পারভীন, জিমান্ত, মারুফা আক্তার, অহিদুল ইসলাম, মোজাহারুল ইসলাম, ফজলে ফিরোজ, একেএম ফরহাদ হোসেন, এমদাদুল হক চৌধুরী, আরিফুল ইসলাম শরিফা খাতুন, মুমতাহিন সিফাত, আব্দুল কাদের, শিল্পী সরকার, খায়রুজ্জামান দুদু,রাসেল আহাম্মেদ ডালিম কুমার প্রমুখ।

কবিতা পাঠ শেষে উপস্থিত সকল কবি লেখক মিঠাপুকুরের শালবন, জমিদার বাড়ি, পুরাতন দিঘি ও মন্দির, শ্যামপুর চিনিকল পরিদর্শন শেষে রংপুর টাউন হল চত্বরে ফিরে আসেন।

সকলের বক্তব্যে উঠে এসেছে ১০১ পদের ভর্তা, আমের নানারকম স্বাদ গ্রহন, কাঁঠাল মুড়ি, আম খাওয়া ও কবির কবিতা ভ্রমণ।

জাতীয় কবি নজরুল ইসলাম এর উপর একটি বিশেষ সেমিনার এবং সাহিত্য সংস্কৃতি উৎসব এর আয়োজন এবং আগামী ৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ১০ ম বর্ষপূর্তী উৎসব ও কবি-লেখকদের সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *