Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

পার্ট টাইম ট্রাফিকে নিয়োগ পাচ্ছে শিক্ষার্থীরা।

অক্টোবর ৩০, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান এখন থেকে পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে পারবেন শিক্ষার্থীরা একই সঙ্গে পড়ালেখা ও করতে পারবেন। তিনি বলেন, সরকারিভাবে আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে (আজ) বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে’র সভাকক্ষে সাংবাদিক ব্রিফিং ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় আসিফ মাহমুদ বলেন, ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দৈনিক চার ঘণ্টার জন্য শিক্ষার্থীদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ ছাত্রের অধিক নেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে আসিফ বলেন, প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই চার ঘণ্টা করে তারা এই কাজ করবেন বলে জানান আসিফ মাহমুদ।

এই শিক্ষার্থীদের পরে মূল বাহিনীতে তাদের যুক্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, সুযোগ থাকলে পরে এটিনিয়ে ভাবা হবে।

সরকার বেকরাত্ব দূর করতে দ্রুত কাজ করেছে জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবো। বিভিন্ন দপ্তরে অনেক পোস্ট খালি আছে, তা পূরণে চেষ্টা চলছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *