দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা । এবছর দোয়ারাবাজার উপজেলার ১৮ টি স্কুল ও ১০ টি মাদ্রাসার মোট পরীক্ষার্থী ১ হাজার ৮’শত ৭২ জন ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে শুরু হওয়া এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় উপজেলায় ৪টি সেন্টারে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিল ৪২ জন পরীক্ষার্থী। এরমধ্যে নারী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। প্রস্তুতির অভাব, বিয়ে,বিদেশ গমন, অসুস্থতা ইত্যাদি কারণে অনুপস্থিতি বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর দোয়ারাবাজার উপজেলার ১৮ টি মাধ্যমিকের বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১৪০২ জন। এরমধ্যে প্রথম দিনের পরীক্ষার্থী ছিল ১৩৭০। অনুপস্থিত ৩২ জন। উপজেলার ১০টি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ৪৭০ জন, অনুপস্থিত ১০জন।
সূত্রে আরও জানা গেছে, উপজেলার ৪টি কেন্দ্র এবং ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।
এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রগুলো হলো-বড়খাল স্কুল এন্ড কলেজ,দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়, সমুজ আলী স্কুল এন্ড কলেজ। দাখিল পরিক্ষা কেন্দ্র হলো-কলাউড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা।
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুপস্থিত পরীক্ষার্থীর কেউ কেউ প্রবেশপত্র নিয়েও পরীক্ষায় দেয়নি। আবার কেউ কেউ প্রবেশপত্র নেয়নি।
প্রস্তুতি ভালো না থাকায়, মেয়েদের বিয়ে হওয়া এবং ছেলেদের বিদেশ গমন, অসুস্থতা ইত্যাদি কারণেও অনুপস্থিত হতে পারে বলে জানান তিনি।