দোয়ারাবাজার(সুনামগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, মানব রচিত কোন আইন বা সংবিধানের মাধ্যমে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা করতে হলে,আমাদেরকে কুরআনের দেওয়া সংবিধানকে অনুসরণ ও অনুকরণ করতে হবে।তাই আল্লাহর এই জমিনে আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় স্থানীয় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।
এসময় বক্তারা বলেন -বাংলাদেশ একটি মুসলিম দেশ। স্বাধীনতা অর্জনের ৫৩বছরে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ ও সেনাবাহিনী সমর্থিত সরকার রাষ্ট্র ক্ষমতায় বারবার আসলেও ইসলামি কোন দল এখনও রাষ্ট্র পরিচালনায়(ক্ষমতায়) আসতে পারে নাই। এটা আমাদের জন্য জাতি হিসাবে দুঃখ জনক।
আমাদের সমাজকে শিরক মুক্ত করতে হবে। কেননা কোন বান্দাহ শিরক করা মানে আল্লাহর সাথে জুলুম করার শামিল। বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হোন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবে।তাহলেই মুসলমানরা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ,সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন,জাবা মেডিক্যাল সেন্টার ছাতকের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক পৌরশাখা’র সহসভাপতি মাওলানা মুহিবুর রহমান উসমান।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন যুবফোরামের সভাপতি আবিদ রনি, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন যুবফোরামের সহসভাপতি রফিকুল ইসলাম,হাবিব নগর ইউনিট জামায়াতের সভাপতি হাফেজ নজরুল ইসলাম।
এসময় দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা এমএ আব্দুল্লাহ,ছাতক পৌর জামায়াতে নেতা মাও সিদ্দিকুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।