Shopping cart

শ্যামনগর রমজান নগরে সুশীলনের উদ্যোগে স্যানিটার লেটটিন হস্তান্তর

ফেব্রুয়ারি ২৭, ২০২৫

রাকিবুল হাসান (সাতক্ষীরা) শ্যামনগর প্রতিনিধিঃ আজ বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার  রমজান নগর ইউনিয়নে ৫নং নম্বর ওয়ার্ডের মানিক খালি ঋষিপাড়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে, সুশীলনের উদ্যোগে সমাজে সুবিধা বঞ্চিত হতদরিদ্র ঋষি সম্প্রদায়ের জনগনকে পানি ও পয়ঃনিষ্কাশন সম্পর্কে সচেতন বৃদ্ধি করা, প্রকল্পের আওতায় রমজান নগর ইউনিয়নের মানিক খালি গ্রামে ৫নং ওয়ার্ডের ১৫টি ঋষি ও একটি মুসলিম সম্প্রদায়ের মাঝে স্বাস্থ্যসম্মত সেমি পাকা লেট্টিন হস্তান্তর করা হয়।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আক্তারুজ্জামান পরিচালক সুশীলন, সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল হামিদ লালটু প্যানেল চেয়ারম্যান রমজান নগর ইউপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আবু হেনা রমজান নগর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, আরো  উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম, ৪/৫/৬/ সংরক্ষিত মহিলা আসনের  আসমা খাতুন, আনিসুর রহমান এরিয়া ম্যানেজার সুশীলন, রবীন্দ্রনাথ বিশ্বাস ইন্টার নাল অডিটর, সাজ্জাত হোসেন উপজেলা ম্যানেজার, এবং সুশীলনের কর্মকর্তা ভাই ও বোনেরা, সংগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোতোষ হাওলাদার সুশীলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *