Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • ডুয়েটে চান্স পেলো দোয়ারাবাজারের অজপাড়া গ্রামের শামসুদ্দিন

ডুয়েটে চান্স পেলো দোয়ারাবাজারের অজপাড়া গ্রামের শামসুদ্দিন

নভেম্বর ২১, ২০২৪

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চান্স পেয়েছেন সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের অজপাড়া গ্রামের কৃষকের ছেলে শামসুদ্দিন। সে বৃহস্পতিবার প্রকাশিত ডুয়েট ভর্তি পরিক্ষায় ইইই ডিপার্টমেন্টে চান্স পেয়েছে।

জানা যায়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী শামসুদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মো.সাজিদ আলী ও জাহানারা বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে সবার ছোট।
মো. শামসুদ্দিন ও চাইরগাঁও গ্রাম হতে ডুয়েটে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সামছুদ্দিন ওই প্রথম। এর আগে প্রতন্ত এই গ্রাম হতে দেশের সুনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে আর কেউ চান্স পায়নি।

শামসুদ্দিন নিজ গ্রাম চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা লাভ এবং ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তির্ণ হয়। ২০১৮ সালে ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ হতে এসএসসি ও সিলেট পলিটেকনিক স্কুল এন্ড কলেজের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ২০২২-২৩ সালের উত্তীর্ণ শিক্ষার্থী।

এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চান্স পাওয়ায় শিক্ষার্থী মো. শামসুদ্দিনের পরিবারসহ আত্মীয়স্বজন ও সহপাঠীদের মধ্যে এক আনন্দ উৎসবের দেখা দিয়েছে।

শামসুদ্দিনের বড় ভাই শামিম আহমদ ও কলিমউদ্দিন জানান,সামছুদ্দিন ছোট বেলা থেকেই ছিল অদম্য মেধাবী। পরিবারের সকল সদস্যদের প্রচেষ্টা ও সর্বপরি তার নিজস্ব প্রচেষ্টা,অনুপ্রেরণা আর ইচ্ছে শক্তিতে ডুয়েটে চান্স পেয়ে সে আজ সবার মুখ উজ্জ্বল করেছে।
সামছুদ্দিন যেনো আগামী দিনগুলোতে ও ভালো ফলাফলের মাধ্যমে উত্তীর্ণ হয়ে, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার সুযোগ পায় সে লক্ষ্যে তার পিতা-মাতা সবার নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *