Shopping cart

রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে।

অক্টোবর ৩০, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

৭১ এর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছে হাইকোর্ট। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া ৩৭টি মামলার মধ্যে ১৯টি ই বাতিল করা হয়েছে।

বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনে এর হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

২০১৫ সালের ২১ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন (বলা হয়,) এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।

পরে ২০১৬ সালের ১৬ জানুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহিতার এ মামলাটি দায়ের করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *