জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) ৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং ৪ জনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রেখে সতর্কবার্তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।
প্রথম নোটিশে বলা হয়, ২০তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ১৯তম ব্যাচের তিনজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন:
১. যুবরাজ হাসান (আইডি: বি-২৩০১০৫০৪৮)
২. মোসাঃ রাজিয়াতুন নাহার নিশু (আইডি: বি-২৩০১০৫০২৪)
৩. রহমাতুল্লাহ মাজী (আইডি: বি-২৩০১০৫০২২)
দ্বিতীয় নোটিশের সিদ্ধান্ত অনুযায়ী, চারজন শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্কবার্তা প্রদান করা হয়েছে। তারা হলেন:
১. সামিয়া আঁখি (আইডি: বি-২৩০১০৫০৪৪)
২. মো. মুইনদ্দীন (আইডি: বি-২৩০১০৫০৩৫)
৩. মো. মাজহারুল ইসলাম (আইডি: বি-২৩০১০৫০৫৭)
৪. মো. রাকিব হোসেন (আইডি: বি-২৩০১০৫০৬৮)
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, র্যাগিংয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।