মির্জাপুর, টাঙ্গাইল, এপ্রিল ০৭: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মির্জাপুরের গোড়াইয়ের আলোকিত হৃদয় স্কুলের প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।
সোমবার সকাল নয়টা একটা পর্যন্ত আলোকিত হৃদয় স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
‘NO Work, NO School’ স্লোগান তুলে ধরে শিক্ষার্থীরা বিশ্বজুড়ে চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তারা ‘The word for Gaza’, ‘Stop war’, ‘Stop Genocide’ ইত্যাদি বার্তা সংবলিত ব্যানার তৈরি করে তা প্রদর্শন করে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ছবি আঁকে, কবিতা লেখে এবং দলগত আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।
আলোকিত হৃদয় স্কুলের শিক্ষকরাও শিক্ষার্থীদের এই উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং কার্যক্রমে সহায়তা করেন। এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখে।
উল্লেখ যে, আলোকিত হৃদয় স্কুল ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবিষয়ে দক্ষ করে তোলা নয়, বরং তাদের মানবিক ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করা। স্কুলটি একুশ শতকের দক্ষতা অর্জন এবং সমগ্র বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা তৈরি করতে প্রতি বছর বিভিন্ন মানবিক, সামাজিক এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ নেয়।
আলোকিত হৃদয় স্কুল সামাজিক ও আবেগিক শিক্ষার (Social & Emotional Learning) প্রতি গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে স্কুলটি নানা কর্মসূচি পরিচালনা করে। এছাড়া, বিদ্যালয়টি Foundational Literacy & Numeracy (FLN) বিষয়েও কার্যক্রম পরিচালনা করে এবং নিয়মিত Teacher Training প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদানের জন্য প্রশিক্ষিত করা হয়।