মো. সিদ্দিকুর রহমান মান্না বামনা(বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে প্রতিদিন দুর্নিতী তালাশ নামের একটি অনলাইন পত্রিকায় মিথ্যা ও ভিওিহীন নিউজ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে চেয়ারম্যান আবু ছালেহ তার সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময়ে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ তার লিখিত বক্তব্যে বলেন, আমি গত ৬ মাস যাবৎ এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে আসছি। আমাকে হেও প্রতিপন্ন করার জন্য কিছুদিন আগে আমার বিরুদ্ধে একটি কুচক্রিমহল একটি অনলাইন পত্রিকায় কোটি কোটি টাকা অনিয়ম ও দুর্নিতীর শিরোনাম দিয়ে একটি নিউজ প্রকাশ করেছেন, যার কোন সত্যতা নেই। আমি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই।
এসময়ে উপস্থিত ছিলেন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল আলম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম নাসির, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান নিজাম, ৫ নং ওয়ার্ডের সঞ্জিব হালদার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা. নাজমা, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রিনা আক্তার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহমুদা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।