জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার লাকসির কার্যালয় সি/এ মার্কেট প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ কয়েস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, মেজর (অব.) সৈয়দ আলী আসফাক সামী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদুর রহমান এবং জাসাসের আহ্বায়ক নাজমুল হক।
স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসেন আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন জামিল হোসেন গেদন, মিজানুর রহমান মিজান, ডা. সাজ্জাদুর রহমান, আব্দুল ওয়াহাব, ফরিদ উদ্দিন, দুরুদ মেম্বার, শামীনুর রহমান, কাউন্সিলর কামাল হোসেন, আঙ্গুর মিয়া, মাসুম আহমদ, আব্দুর রহিম, জাসাস নেতা নিজাম উদ্দিন, শাহ রুমেন, তাজুল জিম্মাদার ও আব্দুল গফুর।
এছাড়া অনুষ্ঠানে প্রবীণ মুরুব্বী হাজী সায়েদ, মস্তফা মিয়া, কাউন্সিলর জিতু মিয়া, কাউন্সিলর আলাল মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম আহমদ, লালা মিয়া, মইনুল ইসলাম, খলিল মেম্বার, খলিলুর রহমান চৌধুরী, মিজানুর রহমান, নাজমুল হোসেন, সুহেদ আহমদ, ইমরান আহমদ, ছানু মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সংকট উত্তরণের রূপরেখা হিসেবে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেছেন। এই কর্মসূচিই গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে।”
প্রধান অতিথি নাদের আহমদ তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটিকে ‘ফ্যাসিস্টদের উর্বর ভূমি’ উল্লেখ করে সমালোচনা করেন। তিনি বলেন, “সত্যিকার ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে সুনামগঞ্জ জেলা বিএনপিতে স্থায়ী ও কার্যকর কমিটি গঠন করতে হবে।”
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হিসেবে ঘোষণা দেন— দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে আরও জোরদার করা হবে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।