রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা-৯) আসনে বিএনপির রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হলো। আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় লাকসাম বিএনপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক মিলনমেলা, যেখানে দলীয় ঐক্যের চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ বরকত উল্লাহ বুলু। তাঁর উপস্থিতিতে একই মঞ্চে সমবেত হন লাকসামে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম ও প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিমের কন্যা সামিরা আজিম দোলার নেতৃত্বাধীন গ্রুপের নেতৃবৃন্দ।
দীর্ঘদিনের বিভক্ত রাজনীতিকে পেছনে ফেলে দুই গ্রুপের নেতারা একমত হন যে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মিলনমেলায় বিভিন্ন বক্তা বলেন, “লাকসাম বিএনপি অতীতের সব ভেদাভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে প্রস্তুত।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঐক্য লাকসাম-মনোহরগঞ্জের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঐক্যবদ্ধ বিএনপি—শক্তিশালী লাকসাম ও মনোহরগঞ্জমিলনমেলায় নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, সকলে সম্মিলিতভাবে কাজ করলে বিজয় অবশ্যম্ভাবী। তাঁরা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ বিএনপি লাকসাম-মনোহরগঞ্জে শক্ত ভিত্তি গড়ে তুলবে এবং আগামী নির্বাচনকে ঘিরে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।



