Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • চাকসু নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের সাথে পিসিসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

চাকসু নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের সাথে পিসিসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

সেপ্টেম্বর ২১, ২০২৫

চাকসু নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের সাথে পিসিসিপি নেতৃবৃন্দের মতবিনিময়।

চাকসু নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের সাথে পিসিসিপি নেতৃবৃন্দের মতবিনিময়।

আহমদ বিলাল খান: আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বৈঠকে পাহাড়ি ও বাঙালী শিক্ষার্থীরা একত্রিত হয়ে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব শাহাদাত হোসেন কায়েশ এবং সিনিয়র সহ-সভাপতি জনাব আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, চাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্বের ক্ষেত্র নয়, বরং পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান ও ন্যায্য অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে। তাঁরা শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণ, ঐক্য এবং গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা পাহাড়ি অঞ্চলের শিক্ষাব্যবস্থা, সাংস্কৃতিক পরিচয় রক্ষা এবং চলমান বৈষম্য দূরে সমান সুযোগের দাবি তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, আসন্ন চাকসু নির্বাচন পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের কণ্ঠকে আরও সুসংগঠিতভাবে সামনে নিয়ে আসবে।

এসময় পিসিসিপি নেতৃবৃন্দ পাহাড়ের যে সকল শিক্ষার্থীরা চাকসুতে কেন্দ্রীয় ও হল সংসদে নির্বাচন করবে তাদের প্রতি শুভ কামনা জানান এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *