Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • এনসিপি’র পোস্টার ছেঁড়ায় বহিষ্কৃত তিন কর্মী চাকরি ফিরে পাবেন : নুরুল হুদা জুনেদ  

এনসিপি’র পোস্টার ছেঁড়ায় বহিষ্কৃত তিন কর্মী চাকরি ফিরে পাবেন : নুরুল হুদা জুনেদ  

জুলাই ২২, ২০২৫

এনসিপি'র পোস্টার ছেঁড়ায় বহিষ্কৃত তিন কর্মী চাকরি ফিরে পাবেন : নুরুল হুদা জুনেদ  

এনসিপি'র পোস্টার ছেঁড়ায় বহিষ্কৃত তিন কর্মী চাকরি ফিরে পাবেন : নুরুল হুদা জুনেদ  

মাহফুজ কাউসার ছাদি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ স্পষ্ট করে বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) তিন কর্মীর বহিষ্কারের পেছনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোন হাত নেই।

তিনি বলেন, “আমরা চাই না কোন মানুষ চাকরিচ্যুত হোক। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর সাথে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন— অতি দ্রুতই এই তিন কর্মীর সাসপেনশন তুলে নেয়া হবে এবং একদিনেরও বেতন কর্তন করা হবেনা।

সিসিকের প্রধান প্রশাসনিক কর্মকর্তা (সিও) এ ঘটনার ব্যাখ্যা দিয়ে জানান, “কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের নিজস্ব। তারা পোস্টার অপসারণে বড় ধরনের ভুল করেছে বলে প্রমাণিত হওয়ায় সাময়িক শাস্তি হিসেবে বহিষ্কার করা হয়েছিল।”

গত ২০ জুলাই রাতে, সিলেটের শাহী ঈদগাহে এনসিপির একটি পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে। এর প্রেক্ষাপটে সিসিক বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার, মোশাররফ ও সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি-কে সাময়িক বহিষ্কার করা হয়। পরদিন (২১ জুলাই) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জুনেদের বক্তব্য অনুযায়ী, এনসিপি কারও চাকরি নষ্ট চায় না। আগামী ২৫ জুলাই পার্টির পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে এই ঘটনা ঘটলেও, দলটি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। সিসিকের সিইও নিশ্চিত করেছেন—এ সিদ্ধান্তে এনসিপির কোন প্রভাব ছিল না, বরং এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক ব্যবস্থার অংশ।

তদন্ত চলমান থাকলেও, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও এনসিপির সমন্বিত অবস্থান হলো—ভুল স্বীকার ও সংশোধনের পথে এগোনো। শাস্তিপ্রাপ্ত তিন কর্মীর শিগগিরই কর্মক্ষেত্রে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *