Shopping cart

সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক পেল নসকস!

অক্টোবর ১০, ২০২৪

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের অনুকূলে মঞ্জুরকৃত সরকারি অনুদানের চেক পেয়েছে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)। সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় নসকস নেতৃবৃন্দের কাছে ২০২৩-২৪ অর্থ বছরের ৩২হাজার ৫শত টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

আজ (৯ অক্টোবর) বুধবার সকালে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ে এই চেক প্রদান করা হয়। চেক প্রদানকালে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়ের সাথে উপস্থিত ছিলেন- সহকারি পরিচালক একে আজাদ ভূইয়া, সহকারি পরিচালক এসএম ফজলুল করিম ও সহকারি সমাজ সেবা অফিসার মোহাম্মদ আব্দুল মুকিত।

অনুদানের চেক গ্রহণ করেন নসকস সভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল আলিম ও প্রচার সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।

এসময় নসকস নেতৃবৃন্দ সুনাইত্যা গ্রামের অসহায় আব্দুল কাদিরের ঘর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-পরিচালক সুচিত্রা রায়ের হাতে সম্মাননা স্মারক উপহার হিসেবে তুলে দেন।

এদিকে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা.নসকস কর্তৃক বাস্তবায়িত সেবাখাতে ও শিক্ষাখাতে সকল সফল কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন সমাজ সেবা কর্মকর্তারা। সকলে নসকস’র উত্তরোত্তর সফলতা কামনা করেন। ভবিষ্যৎ যেনো এই সংগঠন মানুষের কল্যাণে আরও অবদান রাখতে পারে সেলক্ষ্যে সহযোগিতা করার আস্বস্ত করেন।

অন্যদিকে. নসকস নেতৃবৃন্দ অনুদান প্রাপ্তিতে উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামসহ জেলার সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *