(সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য প্রবাসী ও সম্ভাব্য নোয়ারাই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান খালেদের উদ্যোগে উপজেলার নোয়ারাই ইউনিয়নের সিঙ্গের কাছ পুরাতন জামে মসজিদের বাউন্ডারি ও মসজিদের মূল ফটকের গেইট নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে গ্রামের শতাধিক বাসিন্দা ও মুসল্লীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী খালেদুর রহমান।
পরে উপস্থিত মুসল্লীদের মাঝে শিরনী আপ্যায়নের মাধ্যমে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল আহাদ, কামাল উদ্দিন, ব্যবসায়ী আজর আলী,মোহাম্মদ আলী,ইলিয়াস খাঁন,তাজির মিয়া,আজমল আলী,তেরাব আলী,আকমল আলী,রশিদ আলী,ইমাম মুর্শদুল হাসান,মাও ইমরান খাঁন সিরাজী প্রমুখ।
এর আগে গত ১৬ জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী খালেদুর রহমান খালেদ এলাকার শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।