Shopping cart

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্চ ১০, ২০২৫

সুনামগঞ্জ (সংবাদদাতা): সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।

আজ সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শুনেন।

সভায় সাংবাদিকরা সুনামগঞ্জের জলমহাল, বালুমহাল, সীমান্তে চোরাচালান, সংঘাতপ্রবণ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নদীপথে চাঁদা আদায়সহ বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন ও পুলিশ সুপার এর জবাব দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, দিরাই ও শাল্লা এলাকায় দেশীয় অস্ত্র ব্যবহারকারীসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের যেভাবেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।

পুলিশ সুপার আরও বলেন, ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করুন, এতে কাজের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগ হবে।

ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এটি সহনীয় পর্যায়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সহায়তা করলে সুনামগঞ্জে আপনাদের সঙ্গে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *