শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খোরশেদ আলম,উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানা সুলতানা,মাধববপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্রনেতা তানজিল, বাবলু, ও মিলন।