Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • শিক্ষার্থীদের মেধা বিকাশে নসকসের অবদান অনস্বীকার্য

শিক্ষার্থীদের মেধা বিকাশে নসকসের অবদান অনস্বীকার্য

ফেব্রুয়ারি ২৪, ২০২৫

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় দক্ষ নাগরিক তৈরী করতে নসকসের অবদান অনস্বীকার্য। ছাত্ররাই আগামী দিনের জাতির ভবিষ্যত। ভবিষ্যত কর্ণধারদের সততা, দক্ষতা ও নৈতিক চরিত্রে বলিয়ান হতে হবে। ১৯৫২.১৯৭১ ও ২০২৪ এর ৩৬ জুলাইয়ের চেতনা লালন করে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।

বক্তারা আজ ২৩ ফেব্রুয়ারী রবিবার সকালে নসকস মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্হানীয় আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নসকস সভাপতি শফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক আহমদ, পরিচালক, স্হানীয় সরকার, সিলেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: রফিজ আলী, প্রিন্সিপাল ( ভারপ্রাপ্ত), হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী সাদিয়া জাহান মনি, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাজী খলিলুর রহমান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবক হাজী আতাউর রহমান, আল মদিনা একাডেমি পরিচালক রফিকুর রহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান।

তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশে ও দক্ষ নাগরিক তৈরিতে অনন্য অবদান রেখে যাচ্ছে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)।

অতিথিবৃন্দ আরো বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, মানবসেবা ও সুস্থ সংস্কৃতি বিকাশে যে অবদান রেখে আসছে তা খুবই প্রশংসনীয়। সকলে নসকস’র উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

নসকস সেক্রেটারি হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্টিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন নসকস মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো: ইলিয়াস আলী, হামিদুর রহমান, শিক্ষক, বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ, লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কলাউড়া কামিল মাদ্রাসার শিক্ষক ফারুক আহমেদ, কালারুকা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী, রাগীব রাবেয়া উ/বি’র সহকারী শিক্ষক আব্দুল হাই, , নসকস সদস্য আজিজির রহমান অলিল, এখলাছুর রহমান আবিদ, আব্দুল আলিম, আল মদিনা একাডেমি’র শিক্ষক জুয়েল আহমদ , ইয়াকুব আল হাসান, সালমান ফারসি,জাবেদুল হাসান, মোজাম্মিল হোসাইন ও সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রেদোয়ান আহমদ হৃদয় ও ফাহমিদা সিদ্দিকা ।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করে হাফিজ রাইয়ান রহমান লাবিব, দেশাত্মবোধক গান পরিবেশন করে আল মদিনা একাডেমি’র শিশু শিল্পীরা।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য সুদীর্ঘ ৩৩ বছর ধরে ধারাবাহিকভাবে ছাতক-দোয়ারার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এ মেধাবৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও নসকস মেধাবৃত্তি প্রদান সুসম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *