দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা শিক্ষানুরাগী মরহুম ক্বারি সাইফুদ্দিন আহমেদের স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় নরসিংপুর বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন
সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্ম ও সূরা পরিষদের সদস্য মাও আব্দুস সাত্তার, বিশেষ অতিথি দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ,কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব খলিলুর রহমান, সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, নরসিংপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আবিদ রনি, সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সৌদি আরব প্রবাসী হাফিজ নজরুল ইসলাম ,সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদ, নিহতের পিতা হাজ্বী মশরফ আলী, ছোট ভাই জামাল উদ্দিন, কামাল উদ্দিন,মফিজ উদ্দিন ও সন্তান আব্দুল্লাহ মাহদী।
এসময় নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী,অঙ্গসংসগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল,স্থানীয় ব্যবসায়ী,শিক্ষক,শ্রমিক প্রমুখ উপস্থিত ছিলেন।