মোঃ বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশের এক অনন্য উদ্যোগে ফেরত গেলো হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশে বিভিন্ন এলাকা থেকে ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে গত দুই মাস ধরে মোহাম্মদপুর থানা পুলিশ নিরলসভাবে কাজ করে। একান্ত প্রচেষ্টা ও তথ্য-প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন)-এর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ চোখের জল ধরে রাখতে পারেননি। তাঁরা মোহাম্মদপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই উদ্যোগটি শুধু হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার কাজ নয়—এটি পুলিশ ও জনগণের মধ্যকার আস্থা ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।