মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: বৃহস্পতিবার (৮ মে) উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর উপস্থিতিতে গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের পক্ষে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা শিওরি ওনিশি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি) তাঁর বক্তব্যে বলেন, “এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও পরিবেশগত উন্নয়ন এর নতুন দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীরা কৃষি ও পরিবেশগত প্রযুক্তির সাথে পরিচিত হয়ে আরো সমৃদ্ধ হবে।”
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান জিআইএস (GIS), রিমোট সেন্সিং পরিষেবা, জলবায়ু, পরিবেশগত ও সামাজিক গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, জবির শিক্ষার্থীরা ইউগলেনার আধুনিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের সঙ্গে পরিচিত হবে এবং প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে তাদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।
এই সহযোগিতার মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণা ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং সুবিধা তৈরি হবে, বিশেষত জাপানের ইউগলেনা কোম্পানির সঙ্গে সংযোগের মাধ্যমে। উক্ত সমঝোতা স্মারকের মেয়াদ প্রাথমিকভাবে ২ বছর নির্ধারণ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ এবং গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের অফারেশন প্রধান (ম্যানেজার) মোঃ নাজমুস সাদাত ও ডেপুটি ম্যানেজার মোকশিমুল ফাহিমসহ অন্যান্য অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।



