Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মারুফ সরকার পর্তুগাল (বেজা) বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রবাসীদের সংবর্ধনা

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

0

সোহেল মিয়া, বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল (বেজা) শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ও প্রবাসী কমিউনিটি লিডার মোহাম্মদ মারুফ সরকার। পর্তুগাল (বেজা) বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও দেশটির বিভিন্ন এলাকার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) পর্তুগালের বেজা শহরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব,বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য এবং জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পর্তুগাল এর তরুন সমাজ সেবক ভিলা নোভা দ্যা মিলফন্টেস এর বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক,পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির ১ম সাধারণ সম্পাদক,পর্তুগাল বেজা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক পর্তুগাল সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কাজী ইব্রাহীম (ইবু).

বেজা বিএনপির সিনিয়র সহ সভাপতি কামিল আহমেদ, সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার, পর্তুগাল বিএনপি নেতা তানভীর তারেক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত কমিউনিটি লিডার মারুফ সরকার বলেন, পর্তুগাল বিএনপির প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ। আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড চালাতে আমরা বদ্ধপরিকর।

তিনি যে ৩১ দফা দাবি দিয়েছেন এগুলো নিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। যখনই আমাদের নেতা ডাক দিবেন, তখন আমরা সবাই সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামীর বাংলাদেশ বির্নিমানের মাধ্যমে কাংখিত স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের নিয়ে কাজ করবো। আমাকে বেজা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ৮ জন উপদেষ্টা মন্ডলির সদস্যসহ মোট ৯১ সদস্য বিশিষ্ট বেজা শাখা কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয় পর্তুগাল বিএনপি। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় নান্দাইলের মোহাম্মদ মারুফ সরকারকে। গত বছরের ৩১ আগষ্ট পর্তুগাল বিএনপি বেজা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভার পরে যাচাই-বাছাই করে পর্তুগাল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ আশাবাদ প্রকাশ করে জানান, নব নির্বাচিত নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে বেজা বিএনপি সু-সংগঠিত হয়ে পর্তুগাল বিএনপির সাথে সক্রিয় ভাবে কাজ করবে।

উল্লেখ্য, মোহাম্মদ মারুফ সরকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কালাম সরকারের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

আপনার মতামত দিন

আপনার ইমেল কোনো জায়গায় প্রকাশ করা হবে না