Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মহেশখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খান’র স্মরণ সভা

মহেশখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খান’র স্মরণ সভা

জুন ২২, ২০২৫

মহেশখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খান'র স্মরণ সভা

মহেশখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খান'র স্মরণ সভা

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও ধর্মীয় চিন্তাবিদ প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ শে জুন (শনিবার) বিকালে মহেশখালী প্রেসক্লাব কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমানের সঞ্চালনায় সভায় প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খানের কর্মজীবনের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন- মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ছালামত উল্লাহ বিএ, প্রেসক্লাবের কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মকসুদুর রহমান, প্রেসক্লাব সদস্য সরওয়ার কামাল, সম্মানিত সদস্য নুরুল করিম, দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি মহি উদ্দীন, মাওলানা শফিউল আলম’সহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খানের একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তাঁর কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি।

তাঁর লেখনী ছিল সময়ের সাক্ষ্য বহনকারী। তিনি সাংবাদিকতার মাধ্যমে যেমন সমাজের দর্পণ হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর সততা, স্পষ্টবাদিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে করেছিলো সমাজের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন খুবই পরিশ্রমী সাংবাদিক মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন।

আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *