ইস্রাইলের প্রধানমন্ত্রী নেতানিশাহুর অপজিশন নেতা ইয়ার লাপিদ বলেন, শহর দখলে নিতেগেলেই নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন বড় ধরেনের বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন তিনি।
গাজা পুরোপু’রি দখলে ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার এক প্রতিক্রিয়ায় ইয়ার লাপিদ বলেন, ফিলিস্থিনের গাজা শহর দখল করলে হামাসের হাতে আটক জিম্মিদের নিশ্চিত মৃত্যু এবং অনেক ইসরাইলি সৈন্য নিহত হতে পারে।
ইয়ার লাপিদ আরও বলেন, গাজা দখলের পরিকল্পনা ‘সামরিক ও নিরাপত্তা বাহিনীর’ মতামতের সম্পূর্ণ বিরোধী।
লাপিদ নেতানিয়াহুকে অতি-ডানপন্থি নিরাপত্তা মন্ত্রিসভার মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রি’চের চাপের কাছে নতি স্বীকার করার অভিযোগ করেন।