রবিউল হোসাইন সবুজ, লাকসাম, কুমিল্লা: লাকসাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাইম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গৌরব বয়ে এনেছে। অস্ট্রেলিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে সে বর্তমানে দেশটিতে পৌঁছেছে। আল্লাহর অশেষ রহমত ও অধ্যবসায়ের ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান তার পরিবার।
সাইমের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং লাকসাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাব্যবস্থার একটি জীবন্ত প্রমাণ। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক উন্নয়নের প্রতি সমান গুরুত্ব দিয়ে আসছে। শুধুমাত্র দেশে নয়, এখন বিদেশের মাটিতেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জানান, “সাইমের এ সাফল্য আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে।”
সাইমের সহপাঠী ও বন্ধুরা জানায়, সে সবসময় পরিশ্রমী, বিনয়ী ও লক্ষ্যভিত্তিক ছিল। তার এ অর্জন তাদের মাঝেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
লাকসাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই আন্তর্জাতিক সফলতা গোটা লাকসাম তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এভাবে প্রতিভাবান শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি আগামীর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখছে।