Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

লাকসামে গোস্ত ব্যবসায়ী ও বাজার ইজারাদারের উপর হামলার অভিযোগ

এপ্রিল ২৬, ২০২৫

কুমিল্লা বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ পৌর বাজারের গোস্তো ব্যবসায়ী ও বাজার ইজারাদার শরাফত আলীর(৫৫) উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, (২৬শে এপ্রিল) শুক্রবার মাংসের দাম নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে শরাফত আলীর উপর অতর্কিত হামলা করে।

লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কোরবান আলীর ছেলে ফরহাদ (২৫),গাজীমুড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে, সাবেক লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খানের অস্ত্রধারী সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সজীব(২৬), তার সহোদর ভাই সুজন (৩০), একই গ্রামের হজু মিয়ার ছেলে বাবুল মিয়া (৫০), মোহাম্মদপুর গ্রামের ফোরা মিয়ার ছেলে রুবেল সহ অজ্ঞাত দলবদ্ধ সন্ত্রাসীরা মাংস ব্যবসায়ী শরাফত আলীর উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এবং ক্যাশে থাকা ২০ হাজার টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শরাফত আলী জানান এই ঘটনায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমঝোতা করে দেওয়ার পরে আমি বাজারে ইজারাধার হিসেবে টাকা আদায় করতে গেলে আবারো উপরে উল্লেখিত অভিযুক্ত সন্ত্রাসীরা আমাকে একা পেয়ে উপর্যুপরি হামলা করে। এবং আমার হাতে থাকা দোকানদারদের থেকে আদায় কৃত ১৫০০০ টাকা ছিনিয়ে নেয়।আমার সুর চিৎকার শুনে আশে-পাশের লোকজন আমাকে উদ্ধার করে, কিন্তু আমাকে বিবাদীগন প্রাণনাশের হুমকি-ধুমকি দিয়ে আসছে।

তিনি আরো জানান, সজীব নামের ছেলেটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত কয়েকদিন আগেও চৌদ্দগ্রাম উপজেলায় বিপুলপরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছে।এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *