Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জকসুর পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে জবি প্রশাসন

জকসুর পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে জবি প্রশাসন

জানুয়ারি ১০, ২০২৬

জকসুর পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে জবি প্রশাসন।

জকসুর পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে জবি প্রশাসন।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জকসুর গঠনতন্ত্রের বিধান মোতাবেক পদাধিকার বলে কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম, পিএইচডি এবং কোষাধ্যক্ষ হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আলিম আরিফ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে রয়েছেন জনাব মাসুদ রানা।

পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীতরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুধীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক জনাব নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক জনাব হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিন হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক জনাব মো. রিয়াসাল (রাকিব)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। তারা হলেন জনাব ফাতেমা আক্তার, জনাব মো. আকিব হাসান, শান্তা আক্তার, জনাব মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান এবং জনাব মো. আব্দুল্লাহ আল ফারুক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ গত ০৬/০১/২০২৬ তারিখ মঙ্গলবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ০৭/০১/২০২৬ তারিখ বুধবার নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন প্রকাশ করেছে। উক্ত বিধি এবং প্রকাশিত ফলাফল অনুযায়ী নব-নির্বাচিত সদস্যবৃন্দের নাম এতদ্বারা প্রকাশ করা হলো।”

একই প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটির তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে পদাধিকার বলে সভাপতি হিসেবে রয়েছেন প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। হলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে মোছা. জান্নাতুল উর্মি তারিন এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে জনাব সুমাইয়া তাবাসসুম দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরদিন ৭ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হয়। আজ আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনের পথ সুগম হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *