নিজস্ব প্রতিবেদক, আব্দুল আলীম ইমতিয়াজ: সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজান কে স্বাগত জানিয়ে মিছিল করেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও বাজার থেকে মাঝে হাটি মোড়ে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ধূসররা জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামীলীগের আবুল গ্রুপের একনিষ্ঠ কর্মী সাইফুল,ইব্রাহিম,সুলেমানসহ দেশীয় অস্ত্র দিয়ে 9- M পিচতল, চাপাতি,রামদা,রট নিয়ে দাওয়া করে।
জামাতের কর্মীরা নারাই তকবীর ধ্বনির উচ্চারণ করলে আওয়ামী দোসরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।