রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। পরে দ্রুত তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় হঠাৎ করে তিনি মঞ্চে পড়ে যান। তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা নেতৃবৃন্দ, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসে তাকে সহায়তা প্রদান করেন।
সংক্ষিপ্ত বিশ্রামের পর তিনি পুনরায় মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ সময় সহকর্মীরা তাকে ধরে রাখেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবারও পড়ে যান। এরপর তিনি বসেই বক্তৃতা চালিয়ে যান।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রচণ্ড গরমের কারণেই ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন এবং আর বক্তব্য দিতে পারবেন না বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে মঞ্চে বসে থেকে তিনি আবারও বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সেইভাবেই বক্তব্য শেষ করেন।