সিলেট সংবাদদাতা: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৫৫,৯৬,৯৭০.০০ (এক কোটি পঞ্চান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শত সত্তর) টাকা।
শনিবার (৩১মে) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র অভিযানে এসব পণ্য আটক করা হয়।
এবিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক.লে.কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত পন্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।